
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেছেন যে গত বছরের গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পরও "পলাতক ফ্যাসিস্টদের" এখনও কোনো অনুশোচনা নেই। মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, গত বছরের জুলাই মাসটি ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় এক গণঅভ্যুত্থানে, যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়।
তিনি বলেন, "ভোটাধিকার হরণ, গুম, খুন, দমন-পীড়ন, অর্থনৈতিক লুটপাট, কণ্ঠরোধ আর বিচারহীনতার সংস্কৃতি মানুষের মনে যে ক্ষতের জন্ম দিয়েছে, তারই প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় এই গণবিস্ফোরণ।"
বিএনপির এই নেতা বলেন, এই দিনে ইতিহাস সৃষ্টি হয়—যেখানে ফ্যাসিস্ট সরকার, সংসদ, আদালত, মন্ত্রিসভা ও ধর্মীয় নেতৃত্ব কেউ-ই অবস্থান ধরে রাখতে পারেনি। সবাই পালিয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, তাদের মনে আজও অনুশোচনা নেই।
রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া তাঁর বক্তব্যে সবাইকে সংযত থাকতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছেন। একইসাথে তিনি নারীর প্রতি সহিংস আচরণ না করা এবং অন্যের স্বাধীনতাকে সম্মান জানানোর ওপর জোর দিয়েছেন।
রিজভী বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে সব মত ও পথের মানুষ নিরাপদে থাকবে। তিনি ৫ আগস্টকে গণতন্ত্র, সুশাসন ও মানবিকতার শপথের প্রতীক হিসেবে উল্লেখ করেন। এই যাত্রায় বিএনপি দেশের সব গণতন্ত্রকামী মানুষের সমর্থন কামনা করছে বলেও তিনি জানান।
Comments