Image description

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় দেশ ও গনতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে ষড়যন্ত্র মূলক অশালীন প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে কালিয়াকৈর ফুলবাড়িয়া রোডে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ফুলবাড়িয়া রোড় থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল  মহাসড়ক প্রদক্ষিণ করে  উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শেষ  হয়। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির  শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান এর সভাপতিত্বে ও কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবু।

প্রধান বক্তা হিংসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ।