
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি অবস্থা জারির ক্ষমতাকে তিনটি পৃথক শ্রেণিতে ভাগ করার প্রস্তাব দিয়েছে। এনসিপির কেন্দ্রীয় সদস্য জাবেদ রাসিম জানিয়েছেন, তারা যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন—এই তিন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির কথা বলেছেন।
রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচন কমিশনের সঙ্গে চলমান সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এনসিপি মনে করে, অভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে সুনির্দিষ্টভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের মতো গুরুতর পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা উচিত।
দলটি আরও জানিয়েছে, জরুরি অবস্থার সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলেও ক্ষমতা এককভাবে না রেখে মন্ত্রিসভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন। জরুরি অবস্থা জারির আগে প্রধান বিরোধীদলীয় নেতার মতামত বিবেচনার প্রস্তাবও দিয়েছে এনসিপি।
Comments