Image description

আমাদের সংগ্রাম দেশের পক্ষে, আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার। তিনি বলেন, ১৯৮০ সালের ৬ এপ্রিল মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে সৃষ্ট জাগপা জন্মলগ্ন থেকেই হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আওয়ামী অপরাজনীতির বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক করেছে। আমরা দেরিতে হলেও বুঝতে পেরেছি ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না। বাংলাদেশকে করদ রাজ্য বানানোর জন্য ভারত আওয়ামী লীগকে সর্বদা ব্যবহার করেছে। দেশবাসীর কাছে আজ শফিউল আলম প্রধানের আদর্শ স্পষ্ট হয়েছে। আমাদের সংগ্রাম দেশের পক্ষে, আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ৬ষ্ঠ দিন রোববার ঝালকাঠি জেলার সদর এলাকার চৌরাস্তা মোড়, কালী মন্দির, নেছারাবাদ মাদ্রাসা, কাঁচা বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

জাগপা নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্টের পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং হিন্দুস্তান প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে। চারপাশে গভীর ষড়যন্ত্র চলছে। খুনি হাসিনার মাফিয়া চক্র প্রশাসনসহ সকল জায়গায় সক্রিয়। ভারত পুশইনের মাধ্যমে সন্ত্রাসীদের দেশে প্রবেশ করাচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, জাগপা নেতা মো. আলী ফকির, সাজু মিয়া, মিজানুর রহমান, আসাদুজ্জামান নুর, জনি নন্দী, খান আতাউর রহমান আদর, আবদুল করিম প্রমুখ।