
দলীয় প্রতীক কেটলির পরিবর্তে শাপলা বা দোয়েল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে নাগরিক ঐক্য। বুধবার দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
সাকিব আনোয়ার বলেন, ‘গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কমিশন।’
২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য গঠন করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগের বিরুদ্ধে দলটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নানা রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গতবছরের ২ সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় নাগরিক ঐক্য। এ সময় দলটির জন্য কেটলি প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন। অবশ্য দলটির নেতারা সে সময়ও প্রতীক হিসেবে শাপলা চেয়েছিলেন। তবে জাতীয় প্রতীক বিবেচনায় তাদের তা বরাদ্দ দেওয়া হয়নি।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। গত ২২ জুন দলটি নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করে। শাপলা ছাড়াও দলের প্রতীক হিসেবে কলম ও মোবাইল চেয়েছে এনসিপি।
Comments