Image description

রাজধানীর ভাটারা থানাধীন নুড়ের চারা এলাকার একটি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, গৃহকর্তা হালিম শেখ (৫০) তাঁর স্ত্রী শিউলি বেগম (৪৫), তাঁর ছেলে হানিফ শেখ (২৮) এবং হালিম শেখের বোন রহিমা খাতুন (৫০)।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাদের।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সাগর আহমেদ জানান, আজ রাতের দিকে আমার মামি রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের চুলা জ্বালানো মাত্রই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুনে আমার মামা-মামি, মামাতো ভাই ও আমার খালা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি। আমরা ধারণা করছি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে রান্না ঘরে গ্যাস জমে ছিল। তাই এই বিস্ফোরণ ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।