Image description

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকের সঙ্গে অসদাচরণের অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির এক আইনজীবীকে সাত দিন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এর কিছুক্ষণ পরে আপিলের শর্তে তার জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের ৯ নম্বর আদালতের বিচারক মিনহাজুর রহমানের আদালত এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আইনজীবীর নাম অ্যাডভোকেট মোকসেদ আলী আকন্দ।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, আমরা ওই আইনজীবীর কারাদণ্ডের খবর পেয়ে সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানি করার জন্য যাই। কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের শর্তে মোকসেদ আলীর জামিনের আবেদন করি।

তিনি আরও বলেন, শুনানি শেষে আদালত আইনজীবীর বয়স বিবেচনায় আগামী ৭ দিনের মধ্যে আপিলের শর্তে ৫০০ ঢাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।