Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, হানিফ ও ইনুর রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা আন্দোলনে ছিল তারাই এই এলাকার বিএনপি’র দূর্দিনের সাথী। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সংস্কার চলতে থাকবে। সংস্কারের দোহায় দিয়ে জাতীয় নির্বাচন বিলম্বিত করার কোন সুযোগ নেই। 

সোমবার (২৬ মে) বিকেলে কুষ্টিয়ার মিরপুরে দীর্ঘ ৯ বছর পর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। ভোটের নামে স্বৈরাচার শেখ হাসিনা মানুষের সাথে নাটক মঞ্চত্ব করেছেন। বাংলাদেশে ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী কারাবরণ করেছেন। যতবার জিয়া পরিবার সংকটে পড়েছে ততবার বিএনপি সংকটে পড়েছে। এই সংকটের পথ উত্তোরণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে এত গুম হত্যা নির্যাতন হয়েছে তারপরেও আমরা প্রতিশোধ পরায়ণ হয়নি। নেতা-কর্মীদের বিরুদ্ধে এত হামলা মামলা দেয়ার কারণে বিএনপি আরো শক্তিশালী হয়েছে। আমরা সবাই মিলে একটি সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই। 

উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এনামুল হক বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দৌলতপুর-১) আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপি’র হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সম্মেলনের দ্বিতীয় পর্বে সুলতানপুর মাদরাসায় সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ শুরু হয়। উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৯২৩ জন ভোটারের মধ্যে ৮৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে খন্দকার টিপু সুলতান ও রহমত আলী রব্বান প্রতিদ্বন্দিতা করেন। পরবর্তীতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় শান্তিপূর্ণভাবে ৪৬১ ভোট পেয়ে খন্দকার টিপু সুলতান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এবং ৩৯৭ ভোট পেয়ে রহমত আলী রব্বান পরাজিত হয়। 

এসময় সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপি’র আহবায়ক আশরাফুজ্জামান শাহীনকে সভাপতি, খন্দকার ওমর ফারুক কুদ্দুসকে সিনিয়র সহ-সভাপতি, আবজাল হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এনামুল হক বাবুকে সাংগঠনিক সম্পাদক ও ভোটে নির্বাচিত খন্দকার টিপু সুলতানকে কে সাধারন সম্পাদক করে আংশিক মিরপুর উপজেলা বিএনপি’র কমিটি ঘোষনা করা হয়।