
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘গত ১০ মাসে রাজনৈতিক দলগুলোর ১০ রকম আচরণ দেখা গেছে। এই ১০ মাসের মধ্যে তাদের চাওয়া ও পাওয়ার আকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট গরমিল লক্ষ করা গেছে। তাদের আচার-আচরণের কারণে নিত্যই সকাল-বিকেল রাজনীতির হিসাব বদলে যাচ্ছে।’
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, ‘বিএনপি সংগত কারণেই একটি নির্বাচন চাচ্ছে। শেখ হাসিনার পতনের পর বিএনপি ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা বড় মেজরটি নিয়ে ক্ষমতায় আসবে। এতে কোনো সন্দেহ নেই। কাজেই এ দেশে সিংহাসন, সচিবালয় তাদের।
শেখ হাসিনা ১৫ বছর যেভাবে চালিয়েছে তারা হয়তো ভাবছে মেটিকুলাসলি সুন্দরভাবে ৩০ বছর চালাতে পারবে। কাজেই তারা তাদের গন্তব্যের দিকে যেতে চাচ্ছে।’
তিনি বলেন, ‘আর যারা ক্ষমতায় বসেছেন তারা আসলে এটা ভাবতে পারেননি। হঠাৎ বসে গেছেন ক্ষমতায়।
৫ আগস্টের ঘটনার পর অনেকের স্বপ্ন যেন বাস্তবে রূপ নিয়েছে। কিভাবে তারা সরকারে বসলেন তা আগস্টের ৫ তারিখেও তারা দুঃস্বপ্নে দেখেননি। তারা আর ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না। এটাই বাস্তবতা। তারা দেখাতে চাচ্ছেন রাজনীতিবিদরা লোভী।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে বিএনপির সঙ্গে কয়েকটি ছোট দলের একটি গ্রুপ এবং সরকারের সঙ্গে জামায়াত, চরমোনাই, এবি পার্টি ও এনসিপির আরেকটি গ্রুপ কাজ করছে। এই দুই গ্রুপের বিভিন্ন আচার-আচরণের কারণে নিত্যই সকাল-বিকেল রাজনীতির হিসাব বদলে যাচ্ছে।’
Comments