
শরীয়তপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগমকে নিয়োগ দিয়েছে সরকার। আগের ডিসিকে প্রত্যাহারের প্রায় দুই সপ্তাহ পর জেলাটি নতুন ডিসি পেল। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন ডিসি হিসেবে তাহসিনা বেগমের নিয়োগ শরীয়তপুর জেলার প্রশাসনে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর পর শরীয়তপুরের জেলা প্রশাসকের দায়িত্বে থাকা মোহাম্মদ আশরাফ উদ্দিনকে গত ২১ জুন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হলে এই পদটি শূন্য হয়। সেখানে অন্য একজন কর্মকর্তা রুটিন দায়িত্ব পালন করছিলেন।
Comments