
ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তিদের জন্ম-মৃত্যু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫। ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ।
ঘটনাবলি
৯৯৪: ওরেন্তেসের যুদ্ধে ফাতেমীয়রা বাজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে বড় ধরনের বিজয় লাভ করে।
১৬৫৬: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৮১২: নেপোলিয়নের ফরাসি বাহিনী মস্কোর ক্রেমলিনে তাঁবু গাড়ে। একই দিনে ফরাসি দখলদারি প্রতিহত করতে রুশরা মস্কোয় আগুন লাগিয়ে দেয়।
১৮২১: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯১৬: প্রথম বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো ট্যাঙ্ক ব্যবহৃত হয়।
১৯২৭: আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
১৯৩৫: নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদিদের নাগরিকত্ব বাতিল করা হয় এবং স্বস্তিকাযুক্ত নতুন পতাকা চালু করা হয়।
১৯৫৯: নিকিতা ক্রুশ্চেভ প্রথম সোভিয়েত নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যান।
১৯৯১: দক্ষিণ-পূর্ব ইউরোপের মেসেডোনিয়া সাবেক ইউগোস্লাভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৯৬: ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে।
২০০৮: আমেরিকার বিনিয়োগ প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষিত হয়, যা আমেরিকার ইতিহাসে অন্যতম বৃহত্তম দেউলিয়ার ঘটনা।
জন্ম
১২৫৪: মার্কো পোলো, ইতালির বিখ্যাত বণিক ও পরিব্রাজক।
১৮৭৬: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।
১৯০৭: ফায় ওরে, কানাডীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী।
১৯২৯: মারি গেল-মান, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী।
১৯৪৬: অলিভার স্টোন, অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৭১: নাথান অ্যাশলে, নিউজিল্যান্ডের অলরাউন্ডার ক্রিকেটার।
মৃত্যু
১৯২৬: রুডল্ফ ক্রিস্টোফ ইউকেন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান দার্শনিক।
১৯৩৮: টমাস ওলফে, আমেরিকান লেখক।
১৯৭৩: ভিক্টর হারা, চিলির গায়ক, গীতিকার, কবি ও পরিচালক।
২০০৬: নিতুন কুণ্ডু, বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা।
২০০৮: স্টাভরস পারাভাস, গ্রিক অভিনেতা।
দিবস
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস।
Comments