Image description

আজ ৩১ আগস্ট, রোববার। ইতিহাসের পাতায় এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। এক নজরে দেখে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু।

ঘটনাবলী-

১৮৫৮: ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে।

১৯০৫: বঙ্গভঙ্গ বিল পাস হয়।

১৯৫৭: মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৬৩: ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে হট লাইন চালু হয়।

১৯৭১: সংগীতশিল্পী আলতাফ মাহমুদ পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন।

১৯৭৫: গণচীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

১৯৯১: সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র কিরগিজস্তান স্বাধীনতা লাভ করে।

জন্ম-

১৮৮৮: কানাইলাল দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী।

১৮৭০: মারিয়া মন্টেসরি, ইতালীয় চিকিৎসক ও শিক্ষাবিদ।

১৯১৯: অমৃতা প্রীতম, ভারতীয় লেখিকা।

১৯৪৪: ক্লাইভ লয়েড, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।

১৯৪৯: রিচার্ড গিয়ার, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৬৩: ঋতুপর্ণ ঘোষ, বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্রনির্মাতা।

১৯৮৫: রোনালদো, পর্তুগিজ ফুটবলার।

১৯৮৫: মুহাম্মদ বিন সালমান, সৌদি আরবের যুবরাজ।

মৃত্যু-

১৯৭১: আবদুল হালিম চৌধুরী জুয়েল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত গেরিলা মুক্তিযোদ্ধা ও ক্রিকেটার।

১৯৯৭: প্রিন্সেস ডায়ানা, যুক্তরাজ্যের যুবরাজ্ঞী।

২০০২: জর্জ পোর্টার, নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ রসায়নবিজ্ঞানী।

২০২০: প্রণব মুখোপাধ্যায়, ভারতের প্রথম বাঙালি ও ত্রয়োদশ রাষ্ট্রপতি।