Image description

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে লাল গালা, ব্যালট বাক্সের লক, দাপ্তরিক ও মার্কিং সিল, বড় ও ছোট হেসিয়ান ব্যাগ সংগ্রহ করছে। সেপ্টেম্বরের শুরু থেকে এসব সরঞ্জাম সরবরাহ শুরু হয়েছে।

ইসির উপ-সচিব রাশেদুল ইসলাম জানান, বড় ও ছোট হেসিয়ান ব্যাগের পুরো চাহিদা পূরণ হয়েছে। অন্যান্য সামগ্রীও ধাপে ধাপে আসছে। প্রায় পৌনে ১৩ কোটি ভোটারের জন্য ৪৫ হাজার ভোটকেন্দ্র ও দুই লাখের বেশি ভোটকক্ষ প্রয়োজন।

সরঞ্জামের হালনাগাদ:

লাল গালা: চাহিদা ২৩ হাজার কেজি, সরবরাহ এক-চতুর্থাংশ।

ব্যালট বাক্সের লক: চাহিদা ৫০ লাখ, সরবরাহ ৫ লাখ।

দাপ্তরিক সিল: চাহিদা ৮.৪ লাখ, সরবরাহ ৫ লাখ।

মার্কিং সিল: চাহিদা ১৭.৫ লাখ, সরবরাহ ১.৫ লাখ।

ব্রাস সিল ও গানি ব্যাগ: রিটেন্ডারের কারণে বিলম্ব।

হেসিয়ান ব্যাগ: চাহিদার পুরোটা সরবরাহ সম্পন্ন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সরঞ্জাম কেনাকাটা শেষ হবে। সুঁই-সুতা, দিয়াশলাই, আঠাসহ ২১ ধরনের মনোহরি সামগ্রী স্থানীয়ভাবে সংগ্রহ করবেন রিটার্নিং অফিসাররা। ভোটের আগে ব্যালট পেপারসহ সব সরঞ্জাম ভোটকেন্দ্রে পৌঁছানো হবে।

ইসি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দল, শিক্ষক, সুশীল সমাজ, গণমাধ্যম ও বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শুরু করবে, যা দেড় মাসের মধ্যে শেষ হবে।