
সরকার নির্ধারিত টাকার চেয়ে ৫ গুণ বেশি টাকা নিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১ হাজার ১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আক্তার হোসেন বলেন, ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস’ (বায়রা)-এর বিভিন্ন পদে থাকার সময় আসামিরা সিন্ডিকেট গড়ে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার ৫ গুণ বেশি অর্থ নিয়েছেন। চুক্তি অনুযায়ী বাছাই ও অর্থসংক্রান্ত শর্ত উপেক্ষা করে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে তারা ব্যাপক অনিয়ম করেছেন। চুক্তির বাইরে বিভিন্ন ধাপে বাড়তি টাকা নিয়ে শ্রমিকদের ক্ষতি করার পাশাপাশি বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
দুদকের মহাপরিচালক বলেন, তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(খ), ১৬১, ১৬২, ১৬৩, ১৬৪, ১৬৫(ক), ৪২০ ও ৪০৯ ধারায় এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।
দুদক জানিয়েছে, এর আগেও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ১২টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ ৩৩ জনের বিরুদ্ধে প্রায় ১ হাজার ১২৮ কোটি টাকার একটি মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে তদন্তাধীন।
নতুন করে ১৩টি কোম্পানির বিরুদ্ধে মামলার পর মোট ২৫টি কোম্পানির ৬৪ জনের বিরুদ্ধে মামলা পরিচালনা করছে দুদক। এসব মামলায় অভিযোগ অনুযায়ী আত্মসাৎ করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ২৮৮ কোটি টাকা।
Comments