
নিজের বাড়িতে হামলার প্রসঙ্গ টেনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘এ দেশে কারও নিরাপত্তা নেই।’ সোমবার বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাস ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বলেন, ‘আমার বাসায় আক্রমণ করেছে, যদি এটি সম্ভব হয় তাহলে এ দেশের সকলের বাসা আক্রমণ করা সম্ভব। কারও নিরাপত্তা নেই। এইটা যদি পাকিস্তান হয়ে যেতো-আমি পাকিস্তান ভেঙেছিলাম, এর জন্য আইন অনুযায়ী আমার ফাঁসি হয়ে যেত। আমার এতে কোনো আপত্তি ছিল না, এখনো নাই৷ সেজন্য বলছি দেশে আইনশৃঙ্খলা নেই।’
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আপনি তাকিয়ে দেখেন কত পুলিশ দাঁড়িয়ে আছে। কিন্তু কাল যখন বাড়ি ভাঙে তখন একজন পুলিশও ছিল না। এটা আমাদের প্রশাসন পরিচালনার ব্যত্যয়।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘দেখে গেলাম মুক্তিযোদ্ধাদের মিটিংয়ে বাধা দেওয়া হয়, যে দেশ মুক্তিযোদ্ধারা পয়দা দিয়েছে।’
সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না। শেখ হাসিনার পর আর বঙ্গবন্ধুর পতন এক কথা না। শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না। এই জিনিসগুলো কেউ কেউ বুজতে চাচ্ছেন না।’
এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
Comments