Image description

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বৈঠক করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। রোববার (৩১ আগস্ট) সিইসির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এটি ৫ আগস্টের পর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম বৈঠক। এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) একই সময়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’র ব্যানারে শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচির কারণে আগারগাঁওয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে বৈঠকটি বাতিল করা হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সোমবারের বৈঠকে সিইসি এবং মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, যা নির্বাচনী প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ হতে পারে।