Image description

সংসদীয় আসনের সীমানা নির্ধারণী শুনানির সময় নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার দিকে। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে ইসি কর্মকর্তারা হস্তক্ষেপ করে তা নিয়ন্ত্রণে আনেন।

আতাউল্লাহ অভিযোগ করেন, “শুনানিতে আমি কথা বলতে যাবো, রুমিন ফারহানা তখন আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর রুমিন ফারহানার গুন্ডাবাহিনী আমাকে ফুটবলের মতো লাথি মারতে থাকে।”

অন্যদিকে, রুমিন ফারহানা জানান, “কেউ ধাক্কা দিলে আমার লোকজন তো বসে থাকবে না। তারা গত ১৫ বছরেও বসে থাকেনি। ধাক্কার বদলে ধাক্কা আসবেই।” তিনি আরও বলেন, তিনি ভদ্রলোক নিয়ে এসেছেন, আর প্রতিপক্ষ "গুন্ডা পান্ডা" এনেছে। তিনি দাবি করেন, তাকে ধাক্কা দেওয়ার পরই তার লোকেরা আতাউল্লাহকে জবাব দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা সংশোধনের বিষয়ে এই শুনানি চলছিল। রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে যুক্তি দিচ্ছিলেন, অন্যদিকে কয়েকজন অংশগ্রহণকারী খসড়ার বিরোধিতা করে নিজেদের অবস্থান তুলে ধরেন। বিরোধিতাকারীদের অভিযোগ, বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে, যা পুরো উপজেলাকে ভেঙে ফেলছে। এই শুনানি আগামী বুধবার পর্যন্ত চলবে।