
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত পরিচিতির কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে শুল্ক ইস্যুতে বিশেষ সুবিধা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীতে ‘মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
শফিকুল আলম জানান, ড. ইউনূসের ব্যক্তিগত পরিচিতি শুল্ক ছাড়পত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুল্ক কমিয়ে ২০ শতাংশ করার বিষয়ে আমরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। ভবিষ্যতে শুল্ক আরও কমানোর চেষ্টা অব্যাহত থাকবে।”
আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং রপ্তানি বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। শফিকুল আলম আশাবাদ ব্যক্ত করেন, এই সুবিধার মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পাবে এবং অর্থনীতি আরও শক্তিশালী হবে।
অন্যান্য বাজারে এর সম্ভাব্য প্রভাবও আলোচনায় বিবেচিত হয়েছে। এই পদক্ষেপ বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Comments