
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ‘মোটামুটি প্রস্তুত’, আগামী সপ্তাহে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে চিঠি পাওয়ার উল্লেখ করে তিনি বলেছেন, “তারপর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। এর মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা মোটামুটি প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহেই তা ঘোষণা করা হতে পারে।”
শনিবার রাজশাহীতে আঞ্চলিক লোকপ্রশাসন হল রুমে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
Comments