Image description

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টায় নিম্নচাপটি পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি বুধবার সকাল নাগাদ ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে এরই মধ্যে অনেক মাছ ধরার ট্রলার নিরাপদ স্থানে ফিরে এসেছে বলে জানিয়েছেন মহিপুর মৎস্য আড়ত মালিক আবদুল জলিল হাওলাদার।

কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, উপকূলীয় এলাকায় বাতাসের চাপ বেড়েছে এবং থেমে থেমে মাঝারি আকারের বৃষ্টি হচ্ছে। উপজেলা প্রশাসন পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুতিমূলক বৈঠক করছে এবং সিপিপির কর্মীরা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে।