
পঞ্চগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ উমর জয় (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জয় পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। এই হত্যাকাণ্ডের জেরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরে জাবেদ উমর জয়কে ছুরিকাঘাত করা হয়। তার প্রতিপক্ষ হিসেবে জেলা শহরের নতুনবস্তী এলাকার আল আমিন, পারভেজসহ কয়েকজনের নাম জানা গেছে। স্থানীয়রা জয়কে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হত্যার প্রতিবাদে তার প্রতিবেশী, সহপাঠী ও বন্ধুরা দোকানপাট বন্ধ করে এবং শহরের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বিক্ষোভ করেন। হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা মরদেহ থানায় নিতে আপত্তি জানান। গভীর রাত পর্যন্ত তার মরদেহ বাসাতেই ছিল এবং শহরে থমথমে অবস্থা বিরাজ করছিল।
নিহতের বড় ভাই আশরাফ বলেন, "রাতে মোটরসাইকেল নিয়ে তিনজন জয়কে খুঁজছিল। প্রকাশ্যে এই হত্যার আমরা উপযুক্ত বিচার চাই।"
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রেজওয়ানুল্লাহ বলেন, "জয়ের পেটের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছিল। তার একটি হাতেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা গুরুতর থাকায় আমরা তাকে রংপুরে পাঠানোর পরামর্শ দেই।"
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, "পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের আঘাতে এই হত্যাকাণ্ড ঘটেছে। আল আমিন ও পারভেজসহ কয়েকজন ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের গ্রেফতারে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে মর দেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।"
Comments