
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানটি দুপুর সোয়া ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর দেশের গান দিয়ে শুরু হয়, এরপর পরিবেশনায় ছিল কলরব শিল্পীগোষ্ঠী।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন এবং এটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
Comments