Image description

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতে ইসলামী, বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে পৃথক বৈঠক করেছেন। নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

বিকাল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক শুরু হয়। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। অন্য সদস্যরা হলেন—সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ। তাহের বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের সাড়ে ৪টায় ডেকেছেন। আমরা চারজনের প্রতিনিধিদল যাব।”

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপি এবং সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, প্রাথমিকভাবে বিকাল ৩টায় বৈঠক নির্ধারিত হলেও দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার কারণে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় পরিবর্তনের অনুরোধ করেন। তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। আমরা সাড়ে ৭টায় বৈঠকে যাব।”

প্রসঙ্গত, শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হন। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, যা রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি করেছে।