
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না এবং তার জীবনের শেষ দিনগুলো ভারতেই কাটবে। মঙ্গলবার রাজধানীর কারওয়ানে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, "প্রধান যে আসামি আছে, প্রধান অপরাধী আছে... তাঁর শেষ দিন ভারতেই কাটবে। তাঁকে বোধ হয় আমরা কখনো পাব না।"
তবে তিনি আরও বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশের মানুষের মনে প্রচণ্ড ঘৃণা নিয়ে বেঁচে থাকেন, তবে সেটিও এক ধরনের অর্জন। এই ঘৃণা, ক্ষোভ ও ক্রোধ থেকে তিনি আশা করেন যে, দেশে ভবিষ্যতে এমন কোনো শাসক যেন আর তৈরি না হয়।
আইন উপদেষ্টা পুলিশের কঠোর সমালোচনা করে বলেন, "পুলিশকে যে এ রকম একটা অমানুষ, বেপরোয়া, ভয়াবহ বাহিনীতে রূপান্তর করেছে, সে কত বড় অমানুষ। কত বড় অমানুষ হতে পারে সে।" তিনি পুলিশের আচরণকে ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনিদের ওপর চালানো নির্যাতনের সঙ্গে তুলনা করেন। তার মতে, জনগণের করের টাকায় চলা একটি সুশৃঙ্খল বাহিনীকে এমনভাবে তৈরি করা হয়েছে, যা মানুষকে খুন করতে দ্বিধা করে না।
Comments