Image description

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই এই সিদ্ধান্ত এলো। ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের চাপ প্রশমিত করতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। তবে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।
 
গত বছরের ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।