
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'জুলাই পদযাত্রা'কে ঘিরে গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়েছে। বুধবার সকাল থেকেই ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এদিকে, গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীতে আজ মশাল মিছিলের ঘোষণা দিয়েছে এনসিপি।
এক বিবৃতিতে দলটি জানায়, গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে আজ সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ বাংলামোটর থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃত্বে মশাল মিছিল বের হবে।
জানা গেছে, এদিন দুপুরে প্রথমে গোপালগঞ্জ শহরের যে স্থানে পদযাত্রা ও সমাবেশ হবার কথা ছিল, সেখানে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী। তারা হঠাৎ হামলা ও ভাঙচুর চালিয়ে পাল্টা ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
এর কিছুক্ষণ পরই সমাবেশ শেষে চলে যাবার মুহূর্তে একদল সশস্ত্র ব্যক্তি এনসিপির নেতা-কর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এরআগে, সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।
তারও আগে গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।
Comments