Image description

‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা রয়েছে, উড়াল দিলেও তা বিস্ফোরিত হবে’- অজ্ঞাত স্থান থেকে এমন ফোনো হুমকির পর কাঠমান্ডুগামী একটি ফ্লাইটের যাত্রা বাতিল করে তল্লাশি করা হয়। তবে বিমানে কোনো বোমা বা এ জাতীয় কিছুই পাওয়া যায়নি। ফলে কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র এবিএম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানে কোনো বোমা বা কিছুই পাওয়া যায়নি। এটি ছিল ফেইক কল। 

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিজি ৩৭৩ ফ্লাইটটি থামিয়ে তল্লাশি চালায় বোমা বিশেষজ্ঞরা। শুক্রবার (১১ জুলাই) বিকেলে এই হুমকি দেওয়া হয়। এর আগেও এমন হুমকি পেয়েছিল বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, আজ বিকেলে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন কলের মাধ্যমে জানানো হয় যে, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। কিন্তু কোন ফ্লাইটে তা নিশ্চিত করে বলা হয়নি এবং ফ্লাইট নম্বরও মিলছিল না। কিন্তু কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নেয়নি।

তিনি জানান, হুমকি পাওয়ার কাছাকাছি সময়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি ৩৭৩ ফ্লাইট রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। তখন ওই ফ্লাইটটি থামানো হয়। আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী যাত্রীদের নিরাপদে সরিয়ে নিরাপত্তা কর্মীরা তল্লাশি করেন।

বোমা না থাকার বিষয়টি নিশ্চিতের পর সব যাত্রীকে আবার বিমানে ফিরিয়ে আনা হয়। রানওয়ের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।