
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় ১৪ নবজাতক জন্মগ্রহণ করেছে। জানা গেছে, শনিবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত মোট ১৩ নবজাতক নরমাল ডেলিভারিতে এবং একজন নবজাতক সিজার অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন। এর মধ্যে সাতজন ছেলে সন্তান এবং সাতজন কন্যা সন্তান।
মেডিকেল সূত্রে জানা গেছে, নবজাতক ও মায়ের সবাই সুস্থ আছেন। সরকারি স্বাস্থ্যসেবায় ১৪ নবজাতকের পরিবারসহ আত্মীয় স্বজনরা খুশি হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহজাহান মুঠোফোনে বলেন, ১৩ জন নরমাল ডেলিভারিতে ডাক্তার পূজা মল্লিক ও ডাক্তার ফাতেমাতুজ জোহরা দায়িত্বে ছিলেন, সহকারী সিনিয়র স্টাফ নার্সরা তাদের সঙ্গে ছিলেন। সিজার অপারেশনে ডাক্তার নাজনিন আরা লুলু ও অ্যানেস্থেসিয়া ডাক্তার নূরে জাহান দায়িত্বে ছিলেন।
ডাক্তার বলেন, “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের পদক্ষেপের ফলে এখন রাউজান কমপ্লেক্সে একদিনে ১৩ জন মাকে নরমাল ডেলিভারি করা সম্ভব হয়েছে। আগে যখন ডেলিভারি রোগী আসত, তখন অনেককে শহরে যাওয়ার পরামর্শ দেওয়া হতো। এখন আর শহরে যেতে হয় না। আন্তরিকতা ও মানবিকতার মাধ্যমে স্থানীয় কমপ্লেক্সেও সব ধরনের সেবা প্রদান সম্ভব হচ্ছে।”
Comments