নাজিরপুরে আশ্রয়ন প্রকল্পের বাক প্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুরে আশ্রয়ন প্রকল্পের জন্মগত বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি ধর্ষক মোঃ মফিজুল সিকদার (৪০) কে অভিনব কায়দায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার ধর্ষক হলেন- উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের পিতা মৃত সেকেন্দার আলী সিকদারের ছেলে মো. মফিজুল সিকদার(৪০)।
থানা সুত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী (৩৫) ওই নারী জন্মগত ভাবে বোবা। সে কথা বলতে পারে না আকার ইঙ্গিতে বুঝিয়ে বলতে পারে। এমতাবস্থায় গত ২৭ আগস্ট গভীর রাতে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে বাস করা এক সন্তানের জননী বাক প্রতিবন্ধী মেহেরুন্নেসার ঘরে ঢুকে ধর্ষক মফিজুল। এরপর তাকে জোর পুর্বক ধর্ষণ করে।
এবিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় আজ রবিবার (৩১ আগষ্ট) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ভুক্তভুগীকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিকেলের কাজ অব্যাহত আছে। নাজিরপুর থানা পুলিশ অভিনব কায়দায় ওই আসামিকে আটক করে। আটক মোঃ মফিজুল সিকদারকে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
Comments