
এসএসসি পরীক্ষায় ফেল করায় বরিশালে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এছাড়া অপর এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিকালে হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে এক শিক্ষার্থী অর্পিতা মাতব্বর (১৭) তার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি বি সি ডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তার সহপাঠীরা জানান, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হতাশ হয়ে তিনি এই চরম সিদ্ধান্ত নেন।
অর্পিতার মৃত্যুতে তার পরিবার এবং সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এসএসসি পরীক্ষায় ফেল করায় সে আত্মহত্যা করেছে।
এদিকে বাবুগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কীটনাশক পানে মিম ইসলাম নামে এক শিক্ষাথী আত্মহত্যা করেছে। সে বরিশালের বাবুগঞ্জের কাজল খান মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়েছে এমন সংবাদ জেনে বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামের নিজ বাসায় মীম ইসলাম (১৬) কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে। প্রথমে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে মারা যায়।
সহপাঠীরা জানায়, মিম ইসলাম এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সে আত্মত্যা করেছে। বাবুগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এসএসসি পরীক্ষার্থী মিমি ইসলাম উপজেলা ক্ষুদ্রকাটি গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে।
অন্যদিকে, হিজলা উপজেলার ডাঃ খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মুর্শিদা আক্তার ইমা (১৭), এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
Comments