Image description

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাজী নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় এবং ক্ষুরের আঘাতে এক শিক্ষার্থী আহত হন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে জড়িত সন্দেহে ১৮ জনকে আটক করেছে।

মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে বলে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসানা আল আলম নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একাদশ শ্রেণির পরীক্ষা চলাকালে ফরহাদ নামে এক পরীক্ষার্থীকে একই শ্রেণির আমিনুল ইসলাম আকাশ ধাক্কা দিলে দ্বন্দ্বের সূত্রপাত হয়। এই তুচ্ছ ঘটনা দ্রুতই বড় আকার ধারণ করে, যখন এক পক্ষ ছাত্রদলের নেতাদের খবর দেয় এবং অপর পক্ষ এলাকার লোকজনকে ডেকে আনে।

উত্তেজনার মধ্যেই একাদশ শ্রেণির শিক্ষার্থী শাকিলকে ক্ষুর দিয়ে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাকিলকে আঘাত করার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ও স্থানীয় জনতা ছাত্রদলের নেতাদের ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, বিক্ষুব্ধরা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকা ছাত্রনেতাদের উদ্ধার করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলেজের চার শিক্ষার্থী ও বহিরাগতসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার আফসানা আল আলম জানিয়েছেন, "বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।" এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।