Image description

দিনাজপুরের বোচাগঞ্জে প্রতিবেশী দাদা দ্বারা ধর্ষণের শিকার হয়ে লজ্জায় বিষপান করে এক তরুণী। ১৫ দিন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে গতকাল শনিবার রাতে মারা যায় সেই তরুণী। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আজ রোববার দুপুরে অভিযুক্ত ধর্ষকের বাড়িঘর ভাঙচুর করে।

ভুক্তভোগী তরুণীর বাবা জানান, অভিযুক্ত ধর্ষক তাদের প্রতিবেশী। গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার সময় তার মেয়ে বিষপান করে। পরে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হলে তার মেয়ে জানায় চাচাতো দাদা তাকে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে প্রায়ই ধর্ষণ করত।

পূর্বের মতো গত ২৭ মে রাতে ঘরের বাইরে নিয়ে এসে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে ২১ জুন লোকলজ্জায় তার মেয়ে বিষপান করে। পরে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ২৮ জুন দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। ১৫ দিন চিকিৎসাধীন থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় মারা যায় তার মেয়ে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা গত ৩০ জুন বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ওই দিনই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।