Image description

দেশের সবচেয়ে বড় সমস্যা শিক্ষিত বেকার যুব সমাজ। এক্ষেত্রে কর্মসংস্থানের জন্য চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের।

আজ বুধবার সিপিডির এক সংলাপে এসব কথা বলেন উপদেষ্টা। এসময় কর্মসংস্থানের সাথে প্রযুক্তিগত উন্নয়নে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ সিপিডির। এছাড়া দক্ষতা উন্নয়নে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ও জরুরি।

দেশে দিন দিন বাড়ছে শিক্ষিত বেকার জনগোষ্ঠীর সংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, গত বছরের শেষে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ২৬ লাখ ১০ হাজার। বিশাল এই জনসংখ্যার কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে সিপিডির আলোচনায়।

কর্মসংস্থানে কারিগরি খাতের শিক্ষার্থীদের চাহিদা বেশি, তাই এ খাতের মান উন্নয়নের পরামর্শ দেন বিশ্লেষকরা। এছাড়া প্রযুক্তিগত সহায়তা ও সহজলভ্যতার বিষয়ে জোর দেন আলোচকরা।  

সিপিডির মতে, সংকুচিত হওয়া শ্রম বাজারে বিনিয়োগ স্থরিবতা কাটানো জরুরি। এক্ষেত্রে কর্মসংস্থানের বিষয়টি নিয়ে নতুন করে ভাবার পরামর্শ সংস্থাটির।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘উন্নত বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। সেটার জন্য সরকারি উদ্যোগ, নীতিমালা এবং ব্যক্তিখাতের উদ্যোগ প্রয়োজন।’

এসময়, কর্মসংস্থানের খোঁজে না ছুটে, উদ্যোক্তা হবার পরামর্শ দেন শ্রম উপদেষ্টা। এছাড়া প্রবাসে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কার্যকর প্রশিক্ষণের তাগিদ দেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘শিক্ষার পরে সবাই চাই সরকারি চাকরি, এটাই প্রথম। সরকারি চাকরিতে অনেক মজা আছে, বেতন যাই থাকুক না কেন। অসুবিধাও আছে অনেক ধরনের। কাজেই আমি মনে করি আমাদের চিন্তাভাবনা করতে হবে অন্যরকম।’

আলোচনায় জানানো হয়, ভাষাগত ও কারিগরি শিক্ষায় দক্ষ হতে পারলে এই বেকার সমস্যা দূর হতে পারে। এছাড়া বেসরকারি খাতে চাকরির নিরাপত্তা দিতে পারলে কর্মসংস্থান বাড়বে বলেও জানান আলোচকরা।