
রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ–ডিএমপি কমিশনার। পেশাদারিত্ব ও ধৈর্য সহকারে মব নিয়ন্ত্রণের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ তাঁকে পুরস্কৃত করা হয় বলে বুধবার রাতে ডিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, পেশাদারিত্ব ও ধৈর্য সহকারে মব নিয়ন্ত্রণের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, ডিএমপি কমিশনার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন। পরিস্থিতি বুঝে উত্তেজিত জনতা (মব) সামাল দেওয়ার এই দৃষ্টান্ত সকল পুলিশ সদস্যদের অনুকরণীয় মর্মে অভিমতও ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, গত সোমবার দিনগত রাতে রাজধানীর ধানমন্ডির ৪ নম্বর সড়কে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাড়িতে ঢোকার চেষ্টা করে একদল তরুণ। তারা গোলাম মোস্তফাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান নেয়। গোলাম মোস্তফা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল করে পুলিশের সহায়তা চাইলে, পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় তরুণদের। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিসহ তিনজনকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসি ক্যশৈন্যু মারমা ঘটনাস্থলে ছিলেন।
অবশ্য ধানমন্ডি থানায় প্রায় ১৩ ঘণ্টা আটক রাখার পর মুচলেকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের জিম্মায় আটককৃত ৩ জনকে ছেড়ে দেওয়া হয়। তারা হলো–পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক (সদ্য অব্যাহতিপ্রাপ্ত) সাইফুল ইসলাম রাব্বী (২৬), সংগঠনটির ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী ফারহান সরকার দীনা (২৬) ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী মোহাম্মাদউল্লাহ জিসান (২৪)
Comments