
ভারতের সঙ্গে সই হওয়ার কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা তৌহিদ বলেন, ‘ভারতের সঙ্গে সই হওয়া বাংলাদেশের চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্ত নেই সরকারের। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি পাঠানো হচ্ছে।’
সীমান্তে পুশইন নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন নিজেই পদ থেকে সরে যেতে চেয়েছেন বলেও দাবি করেন উপদেষ্টা তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিব করা হতে পারে আমেরিকায় নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে। আর বর্তমান পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনকে পাঠানো হতে পারে তার স্থলে।
Comments