Image description

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ সংশোধন নয়, বাতিল চেয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। বাতিল না করার আগ পর্যন্ত আলোচনায় বসতে রাজি নন তারা। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত কলম বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচে সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের কর্মকর্তারা এই ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী সোমবার (১৯ মে) সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ৬ ঘণ্টা এনবিআর ও এনবিআরের অধীন কাস্টম হাউস, শুল্ক স্টেশন, ভ্যাট কমিশনারেট ও কর অঞ্চলগুলো কলম বিরতি চলবে। 

এর আগে, রোববার একইভাবে সারাদেশে কলম বিরতি পালিত হয়। কলম বিরতি শেষে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। 

রোববার দুপুরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানিয়েছেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আন্দোলনকারী এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে তিনটায় অর্থ মন্ত্রণালয়ে আলোচনায় বসবেন।