
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যোগ দিতে বিশ্ববিদ্যালয় থেকে একের পর এক বাস আসছে কাকরাইলে। আজ শুক্রবার ৯টা থেকে শুরু করে এখন পর্যন্ত রোটেশনে প্রায় ৫০টি বাস ক্যাম্পাস থেকে কাকরাইল মোড়ে এসেছে।
আজ দুপুর ১২টা ৩০ মিনিটে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছোট বড়, ডাবল ডেকার বাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী আসছেন। প্রতিটি বাসে সিট ছাড়াও দাঁড়িয়ে আসতে দেখা যায় অনেককে। আন্দোলনে আসা বাসগুলো আন্দোলনস্থল কাকরাইলে শিক্ষার্থী নামিয়ে আবার ক্যাম্পাসে ফিরে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল দপ্তরের এক কর্মকর্তা জানান, আন্দোলনে যোগ দিতে বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত মোট ৫০টি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে। অনেক ড্রাইভার অসুস্থ, ফলে প্রতিটি বাসে রোটেশন আকারে মোট ৫০টি বাস ছেড়ে গেছে। একেকটি বাস ৩ থেকে ৪ বার গেছে।
জবির শিক্ষক-শিক্ষার্থীরা টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ সকাল ১০টার দিকে শিক্ষক-শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ মোড়ে জড়ো হয়েছেন। জবি ঐক্যের পক্ষ থেকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, দাবি আদায়ে শিক্ষক-শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজের পর গণঅনশন শুরু করবে। এতে সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালো দিবস পালনের ঘোষণা দেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে।
Comments