Image description

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা কিছুটা কমেছে। এ অবস্থায় ঝড়-বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে রাতের মধ্যে ঢাকাসহ দেশের ৫ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাত ১টার মধ্যে ঢাকাসহ টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।