Image description

আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন জুলাই আন্দোলনে আহতরা।

সারাদিনব্যাপী শাহবাগ মোড়ে পুলিশের কঠোর নিরাপত্তা-ব্যবস্থা থাকলেও রাত ৯টার দিকে ব্যারিকেড তুলে নেয়া হয়। তবে সতর্ক অবস্থানে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।পুলিশ এসে প্রথমে মোড়ের গুরুত্বপূর্ণ চারটি সড়কের ব্যারিকেড তুলে দেয়।এতে করে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

তবে মোড়ের মাঝখানে আন্দোলনরতরা এখনও বসে আছেন এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “শুক্র ও শনিবার ছুটির দিন থাকায় আন্দোলন চলতে দেওয়া হয়েছে। সোমবার কর্মদিবস হওয়ায় সড়ক অবরোধ রাখা যাবে না। তাই ব্যারিকেড তুলে দেয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হচ্ছে। কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমরা ব্যবস্থা নেব।”

সাম্প্রতিক এই আন্দোলনের কারণে শাহবাগ এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।