Image description

চলতি মে মাসের ২৩ তারিখ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের মহাসমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নেতারা। এসময় জানানো হয়, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ৩ মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করবে দলটি। 

বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। 

দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে ‘গণহত্যা’র বিচার নিয়ে বক্তারা বলেন, মামলা প্রত্যাহার পিছিয়ে গেলে নির্বাচনের পর নতুন যে সরকার ক্ষমতায় আসবে, তারা এসব মামলাগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।