
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ড. লে. কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, ‘দেশে সরকার বলে কিছু আছে তো মনে হয় না। অদৃশ্য একটা শক্তি নার্ভ সেন্টার দেশ পরিচালনা করছে।’
বিপুল টক নামে একটি ইউটিউব চ্যানেলে সম্প্রতি এক সাক্ষাৎকারে নাজমুল আহসান কলিমউল্লাহ এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি বলেন, ‘দেখুন, দেশে সরকার বলে কিছু আছে বলে তো মনে হয় না।
অদৃশ্য একটা শক্তি নার্ভ সেন্টার দেশ পরিচালনা করছে এবং এটি সুদূর প্যারিস থেকে অঙ্গুলি হেলনে উঠানামা করছে। পিনাকী ভট্টাচার্য যেভাবে নির্দেশনা দেন, যেভাবে ধমক দেন, যেভাবে আপনার স্তুতি করেন, স্তুতিচারণ করেন ঠিক সেভাবেই অন দ্য গ্রাউন্ড কর্মকাণ্ড পরিচালিত করছেন এবং তিনি কখনো বিএনপির সমালোচনা করেন, আবার কখনো জামায়াতের সমালোচনা করেন।’
তিনি বলেন, পিনাকী ভট্টাচার্য ছাত্রদের নানান রকম পরামর্শ দেন। সেই সঙ্গে তাদের পরিচালিতও করেন, অর্থাৎ তিনি রীতিমতো আধ্যাত্মিক একটা প্ল্যান হাজির করবার চেষ্টা করছেন।
নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘বছর ঘুরে আমরা আবার সেই জুলাই-আগস্ট পরিস্থিতিতে ফিরে এসেছি। এখন মজাটা হচ্ছে হুকুমত কিন্তু প্রফেসর ইউনূসের, এখন কিন্তু শেখ হাসিনার হুকুমতে আমরা নেই। এ বিষয়টা বোধ হয় আমরা ভুলে যাচ্ছি। আর পরিস্থিতি দিন দিন অরাজক একটা পরিণতির দিকে অগ্রসর হচ্ছে।
আমরা মগের জায়গায় মব বলছি। মব জাস্টিস তো নয়, মব ইনজাস্টিস। আইনের শাসন বলে কিছু যদি থাকে সেটি পুলিশের দ্বারা কার্যকর হবার কথা। ঐতিহাসিকভাবে পুলিশ যে স্লোগানটি ব্যবহার করে থাকে সেটি এ রকম যে দুষ্টের দমন শিষ্টের পালন। এখন সবাইকে দমন করা হচ্ছে নির্বিচারে নির্বিশেষে।
আর যিনি রক্ষাকর্তা হবেন তাকেই শাসন করা হচ্ছে, অর্থাৎ পুলিশকে ট্যাগিং করা হচ্ছে। এই ট্যাগিংয়ের কারণে ভবিষ্যতে কেউ আর দায়িত্ব নিয়ে সঠিক কাজটি করতে পারবে না। তার ফলে এই যে মগের মুল্লুক টার্মটা সেটা পুনরায় মেইনস্ট্রিম কালচারে মধ্যে প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নেবে।’
তিনি বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য যাবতীয় যা যা করা দরকার সবই কিন্তু আমরা দেখছি। এখন নির্বাচন যত ঘনিয়ে আসবে, যদি হয় তাহলে দেখা যাবে যে পরিস্থিতিতে নির্বাচন অনুকূল থাকছে না। ফলে নির্বাচন আয়োজন করতে গেলে ব্লাড বাঁধের সম্মুখীন হতে হবে। সেই দায় কিন্তু প্রফেসর ইউনূসকে নিতে হবে। আসলে বিষয়টা খুবই জটিল।’
Comments