
মুক্তিযুদ্ধের চলচ্চিত্রযোদ্ধা, সাহিত্যিক ও শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ৯০তম জন্মবার্ষিকী আজ (১৯ আগস্ট)। এ উপলক্ষে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের উদ্যোগে রাজধানীতে আয়োজিত হয়েছে বিশেষ অনুষ্ঠান।
‘বাঙালির স্বাধিকার আন্দোলনে চলচ্চিত্রকার জহির রায়হানের দর্শন ও সংগ্রাম’ শীর্ষক এ আয়োজনে থাকবে প্রবন্ধ উপস্থাপন, আবৃত্তি, সংগীত, আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী। প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলনের সদস্য সচিব রুস্তম আলী খোকন। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু, উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং জহির রায়হানের ছেলে অনল রায়হান।
অনুষ্ঠানটি আজ বিকেল ৫টায় ধানমন্ডির ক্যাফে ভিনটেজ, ভিনটেজ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।
১৯৩৫ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন ক্ষণজন্মা জহির রায়হান। জীবদ্দশায় তিনি উপন্যাস, ছোটগল্প, চলচ্চিত্র নির্মাণ ও সাংবাদিকতায় রেখেছেন অসামান্য দাগ। তাঁর রচিত জনপ্রিয় উপন্যাসের মধ্যে রয়েছে– হাজার বছর ধরে, আর কয়টা দিন, কয়েকটি মৃত্যু, তৃষ্ণা, সূর্যগ্রহণ, আরেক ফাল্গুন, বরফ গলা নদী প্রভৃতি।
১৯৬১ সালে ‘কখনো আসেনি’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় আসেন তিনি। এরপর একে একে উপহার দেন কাঁচের দেয়াল (১৯৬৩), সংগ্রাম, বাহানা (১৯৬৫), বেহুলা (১৯৬৬), আনোয়ারা (১৯৬৬), দুই ভাই (১৯৬৮), জীবন থেকে নেয়া (১৯৬৯), লেট দেয়ার বি লাইট (১৯৭০)সহ একাধিক কালজয়ী ছবি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এসব চলচ্চিত্র এখনও মাইলফলক হিসেবে বিবেচিত।
Comments