Image description

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে শহরের কুড়িগ্রামে সুলতান স্মৃতি সংগ্রহশালা চত্বরে শিল্পীর কবরে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে কর্মসূচির অংশ হিসেবে প্রথমে কোরআনখানি অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শিল্পীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নড়াইল জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, এস এম সুলতান আর্ট কলেজ,সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন নড়াইল জেলা মডেল মসজিদের খতিব ও ইমাম এইচ এম জাকারিয়া হোসাইন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, এস এম সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন সিকদার, বীরমুক্তিযোদ্ধা এস এম বাকি, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী, বর্তমান সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জিসহ সুলতানপ্রেমীরা।

চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।