Image description

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সর্বোচ্চ নম্বরে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি’র আওতায় জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপ-পরিচালক প্রফেসর শাহানাজ পারভীন কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল ইসলাম শহিদ এবং শিক্ষার্থী তাবাসসুম আক্তার প্রমুখ।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা ছড়িয়ে দিয়েছে।