Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় স্ত্রী শাহিনুর আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও তার পরকীয়া প্রেমিক রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (৩১ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি রিপন মিয়ার উপস্থিততে এ রায় ঘোষণা করেন। এসময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাহিনূর আক্তার পলাতক ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর শাহিনুর আক্তার ও তার পরকীয়া প্রেমিক রিপন মিলে দলিল লেখক মোশারফকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে। এরপর মোশারফকে বালতির পানিতে চুবিয়ে ও গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে তারা। এ ঘটনার পরদিন ২৫ সেপ্টেম্বর নিহতের ভাই সোলায়মান ভূঁইয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে পুলিশ আসামি রিপন মিয়াকে গ্রেপ্তার করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম মাসুম জানান, আদালত এই মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে রিপন মিয়াকে মৃত্যুদণ্ড ও শাহিনুরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান নিহতের পরিবার।