
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ প্রদানের অভিযোগে গ্রেপ্তার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে তিনি এ জবানবন্দি প্রদান করেন।
ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ৭ আগস্ট সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হন। মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন, তার জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন এবং পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৬ আগস্ট রাতে ডিবির একটি দল সুমাইয়া জাফরিনকে হেফাজতে নিয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। জানা গেছে, গত ৮ জুলাই সকাল ১০ট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর কে বি কনভেনশন সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি গোপন বৈঠকে অংশ নেন। এ ঘটনার পর ১৩ জুলাই পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। এ মামলায় এখন পর্যন্ত ২২ জন গ্রেপ্তার হয়েছেন, যারা বর্তমানে কারাগারে রয়েছেন।
Comments