
মুন্সীগঞ্জে মাদকের টাকা না পেয়ে নিজের মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলে জাহান শরীফ রতনকে (৩২) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
ঘটনার সময় মাকে বাঁচাতে এগিয়ে এলে বোন মনি আক্তারকে দা দিয়ে কোপানোর অপরাধে রতনকে আরও ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদকাসক্ত রতন ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর রাতে মাদক কেনার জন্য মা জাহানারা বেগমের কাছে টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে রতন ঘরে থাকা বটি দিয়ে মাকে মাথায় কুপিয়ে জখম করে। গুরুতর আহত মা হাসপাতালে মারা যান। এ ঘটনায় স্থানীয়রা রতনকে আটক করে পুলিশে দেয় এবং পরবর্তীতে তার বড় ভাই মামলা দায়ের করেন। রতন আদালতে ১৬৪ ধারায় মাকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এই রায় দিলেন।
Comments