Image description

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা জিয়াউল হাসান স্বপন ওরফে ‌জিএস স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্বপন দত্তপাড়া এলাকার ক‌ফিল উদ্দিন দেওয়ানের ছেলে। তিনি গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউল হাসান স্বপন পেশায় একজন আইনজীবী। সাবেক বিএনপি নেতা পরিচয় ব্যবহার করে তিনি স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং বিভিন্ন মামলায় আসামি করার হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন। রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তার নামও রয়েছে। 

টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, স্বপ‌নের বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলায় রয়ে‌ছে। চার‌টির মামলার ম‌ধ্যে এক‌টি মামলায় তা‌কে গ্রেপ্তার দেখা‌নো হ‌য়ে‌ছে। দুটি মামলায় জা‌মি‌নে র‌য়ে‌ছেন বলে শুনেছি। সোমবার তাকে আদালতে পাঠা‌নো হ‌বে।