Image description

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। পুলিশ  দায়িত্ব পালনে অনেক সক্রিয় হয়েছে।

শুক্রবার (০২ মে) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালনে জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।  

তিনি বলেছেন, ২৪ এর জুলাইয়ে যে বিপ্লবের মাধ্যমে এ দেশের জনগণ স্বৈরাচারমুক্ত  হয়েছে তার সুফল আগামী দিনে আমাদের কাজে লাগাতে হবে। নিজেদের ভুল সংশোধন করে কাজ করতে হবে।  তিনি আরো বলেছেন, পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেদিকে প্রশাসনের নজরদারী রয়েছে।  আর্ন্তজাতিক সীমান্ত নিয়ে বিভিন্ন ধরনের যে সমস্যা আসবে সেগুলো আমরা মোকাবেলা করতে প্রস্তুত আছি। 

এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার সকল সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি নানিয়ারচর উপজেলায় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থল এবং বরকল উপজেলা পরিদর্শন করেন।