
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আজ ১৫ জুলাই থেকে নতুন একটি কঠোর নিয়ম কার্যকর করেছে, যা কনটেন্ট নির্মাতাদের জন্য একটি দুঃসংবাদ বয়ে এনেছে। এখন থেকে ইউটিউবাররা তাদের পূর্ব প্রকাশিত ভিডিও দ্বিতীয়বার আপলোড করে আর কোনো আয় করতে পারবেন না। প্ল্যাটফর্মে ক্রমবর্ধমান অনৈতিক কার্যকলাপ এবং কপিরাইট লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ ।
ইউটিউব কর্তৃপক্ষ আরও জানায়, এই নিয়মের মূল উদ্দেশ্য হলো প্ল্যাটফর্মে মৌলিক কনটেন্টের গুণগত মান নিশ্চিত করা এবং কনটেন্ট নির্মাতাদের ন্যায্য অধিকার রক্ষা করা।
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে কনটেন্ট বানিয়ে অনেকেই মাসে লাখ লাখ টাকা আয় করেন। এই আয় মূলত ভিডিওর ভিউয়ের ওপর নির্ভর করে। তবে, সম্প্রতি দেখা গেছে, কিছু কনটেন্ট নির্মাতা তাদের চ্যানেলে নিজেদের পুরোনো ভিডিও বারবার আপলোড করে অনৈতিকভাবে আয় করছেন। শুধু তাই নয়, বেশ কিছু ইউটিউবার অন্যের তৈরি ভিডিও অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি ভিডিও আপলোড করে সেখান থেকেও আয় করছেন, যা সম্পূর্ণ অবৈধ। এর ফলে মূল ভিডিওর মালিকরা তাদের প্রাপ্য আয় থেকে বঞ্চিত হচ্ছেন।
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ (YPP) সর্বদা ইউটিউবারদের নিজস্ব তৈরি ভিডিও প্ল্যাটফর্মে আপলোড করার নির্দেশ দিয়ে এসেছে, কিন্তু এই নিয়ম লঙ্ঘিত হচ্ছিল। তাই আজ থেকে ইউটিউবে আপলোড করা সব ভিডিও মূল্যায়ন করা হবে এবং সেই অনুযায়ী নির্মাতাদের পারিশ্রমিক দেওয়া হবে।
মূলত এই ধরনের অন্যায্য কার্যকলাপ থেকে ইউটিউবারদের বিরত রাখতে এবং প্ল্যাটফর্মের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলতে গুগলের এই প্ল্যাটফর্মটি নতুন পদক্ষেপ নিয়েছে। এছাড়া, যে ইউটিউবাররা ভালো কাজ করছেন, তাদের সুরক্ষা প্রদান এবং প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধ করার লক্ষ্যেই এই নতুন নিয়ম আনা হয়েছে।
Comments